|
---|
বি.বি নিউজ ওয়েবডেস্ক: পাঞ্জাব, হরিয়ানায় কৃষক আন্দোলনের আঁচ কলকাতাতেও। কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান ঘিরে ইতিমধ্যেই চাপান–উতোর হরিয়ানা-দিল্লি সীমানায়। শহর কলকাতাতেও আন্দোলনে যোগ দিয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষ। এদিন শহরের শিখ সম্প্রদায়ের মানুষের ‘বিজেপি অফিস অভিযান’ চালান। উত্তেজনা যাতে না ছড়ায়, তার জন্য মেডিকেল কলেজের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউ রোডে ব্যারিকেড বসায় পুলিশ। কেন্দ্রের বিতর্কিত কৃষি বিল বাতিলের দাবিতে সেখানেই বিক্ষোভকারীরা স্লোগান তোলেন। শিখ সম্প্রদায় ছাড়াও আরও বিভিন্ন ফোরামের মানুষেরা বিক্ষোভে সামিল হয়েছেন।
এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা হাতি–ঘোড়া কিছু দাবি করছি না। আমাদের দাবি ন্যায্য। কৃষকদের ন্যায্য দাবি মানতে হবে। ১৯৬৫ সালে ভারত–পাক যুদ্ধের সময়ে ‘জয় জওয়ান, জয় কিসান’ স্লোগান তোলা হয়েছিল। যখন ভোট আসে, তখন ‘জয় জওয়ান, জয় কিসান’। আর আজ কৃষকদের মেরে ফেলার চেষ্টা চলছে। আমাদের দাবি, কালো আইন বাতিল করা হোক, নয়ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা হোক।’